‘শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে কঠোর আন্দোলন’
৩১ আগস্ট ২০২১ ১৩:৩৪ | আপডেট: ৩১ আগস্ট ২০২১ ১৪:৫২
ঢাকা: অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুমকি দেন। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ ও উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মানববন্ধনের আয়োজন করে।
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘আজকে তামাম বিশ্বের দিকে তাকালে দেখি- যেসব দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছিল সেসব দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী ভারতের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। পাকিস্তান-চীনসহ বিভিন্ন জায়গার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেশে করোনার ওজুহাতে বন্ধ রাখা হয়েছে, এটার কোনো যুক্তি নাই।’
‘সব মহল থেকে মত প্রকাশ করা হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে আর কোনো বাধা নেই। কিন্তু কোনো এক নীলনকশা, কালোনকশা বাস্তবায়ন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে’- বলেন সৈয়দ রেজাউল করীম।
তিনি বলেন, ‘সরকারকে পরিষ্কারভাবে বলব, আমরা ভালোভাবে চিন্তা করে দেখেছি- শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করোনার কারণে নয়, অন্য কোনো উদ্দেশ্যে নীলনকশা, কালোনকশা অনুযায়ী বন্ধ রাখা হয়েছে। এই দেশের নাগরিক হিসেবে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য আমরা রাস্তায় নেমে এসেছি, শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত ঘরে ফিরে যাব না। আমরা প্রয়োজনে রক্ত দেবো, শিক্ষা প্রতিষ্ঠান খুলে ছাড়ব।’
‘সরকারকে বলব, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। নইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে’- বলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেন, ‘তামাম পৃথিবীর মধ্যে সম্মান সহকারে, মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং পূর্ব শর্ত হলো আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। তারা তামাম পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে- এটাই আমাদের স্বপ্ন। কিন্তু সেই সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়ার জন্য ভিনদেশি কোনো শক্তি করোনার অজুহাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার পরামর্শ দিচ্ছে। আর সরকার সেই পরামর্শ অনুযায়ী কাজ করছে। এটা হতে দেওয়া যাবে না।’
ইসলামী আন্দোলন ঢাকা দক্ষিণের আমীর মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ, কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন্দ, মাওলানা মহাবুবুর রহমান, গাজী আতাউর রহমান, আশরাফুল আলম, কে এম আতিকুর রহমান, আব্দুল কাইয়ুম প্রমুখ।
সারাবাংলা/এজেড/এএম