Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাবুলে আবারও রকেট হামলা, আইএস-কে’র দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২১ ২২:১৯

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে পুনরায় রকেট হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস-কে বা ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ। সোমবার (৩০ আগস্ট) সকালে বিমানবন্দরের কাছে ছয়টি রকেট হামলা চালানো হয়। খবর দ্য হিন্দু।

আইএসআইএস-কে’র দাবি করে, তারা কাবুল বিমানবন্দর লক্ষ্য করে অন্তত ছয়টি কাটিউশা রকেট ছুড়েছে। জঙ্গি গোষ্ঠী সমর্থিত সংবাদ সংস্থা আমাক এ তথ্য জানিয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত জানায়নি।

বিজ্ঞাপন

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, সোমবার সকালে কাবুল বিমানবন্দর লক্ষ্য করে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে। তবে মার্কিন বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো ধ্বংস করে দেয়।

এদিকে কাবুল বিমানবন্দরের কাছাকাছি মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ছয় শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের স্বজনের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।

রোববার (২৯ আগস্ট) ড্রোন হামলার পর এক বিবৃতিতে মার্কিন বাহিনী জানায়, একটি গাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক ভরে এক আইএস-কে সদস্য বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ড্রোনের সাহায্যে বিমানবন্দর থেকে কিছুটা দূরে সেই গাড়ির ওপর হামলা চালানো হয়। গাড়ির ভিতর বিস্ফোরক থাকায় বিশাল বিস্ফোরণ হয়।

তবে রাতে পেন্টাগনে মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের মুখপাত্র বিল আরবান বিবৃতি দিয়ে জানিয়েছেন, ড্রোন হামলায় বেসামরিক প্রাণহানি হয়েছে, এ ঘটনা দুঃখজনক।

সারাবাংলা/এনএস

আইএস-কে’র দায় স্বীকার আফগানিস্তান কাবুল বিমানবন্দর টপ নিউজ রকেট হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর