Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাইয়ে জুম থেকে ফেরার পথে কৃষককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২১ ২১:৫০

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

গুলিতে নিহত ব্যক্তির নাম থোয়াই অং প্রু মারমা (৬৫)। সে কুকিমারা মারমা পাড়ার মৃত থোয়াইসাউ মারমার ছেলে। থোয়াই অং প্রু মারমা পেশায় একজন কৃষক ছিলেন।

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আমি বিষয়টি শুনেছি। জুমের কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে কে বা কারা গুলি করে পালিয়ে যায়।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) রওশন আরা রব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

কাপ্তাই কৃষককে গুলি গুলি করে হত্যা জুম রাঙ্গামাটি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর