Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীকে উত্ত্যক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

লোকাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২১ ১৮:৪৩

হিলি: দিনাজপুরের হিলিতে এক নারীকে উত্যক্ত করার অভিযোগে দেলোয়ার (২৮) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবক হলেন হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল পাড়া গ্রামের আনারুল হকের ছেলে।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর আলম এ রায় দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বোয়ালদাড় গ্রামের দেলোয়ার একই গ্রামের একজন নারীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলো। পরে ওই নারীর অভিযোগে হাকিমপুর থানা পুলিশের সহযোগিতায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ছয় মাসের সাজা দেওয়া হয়।’

ওই আসামিকে বিধি মোতাবেক দিনাজপুর কারাগারে পাঠানো হবে।

সারাবাংলা/এমও

কারাদণ্ড নারীকে উত্ত্যক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর