Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার শুধু রাষ্ট্রকে নয় আ.লীগকেও ধ্বংস করে দিচ্ছে: সাকি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২১ ১৭:৫৩

ঢাকা: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সরকার দেশের আইনশৃঙ্খলাবাহিনীকে অপরাধমূলক কাজে ব্যবহার করছে। গুম খুন হলো সরকারের একটি নীতি। এই নীতি বাস্তবায়ন করছে পুলিশ র‌্যাবসহ অন্যান্য সংস্থার সদস্যরা। সরকার শুধু রাষ্ট্রকে ধ্বংস করছে না, নিজেদের দল আওয়ামী লীগকেও তারা ধ্বংস করে দিচ্ছে।

সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ‘মায়ের ডাক’ আয়োজিত গুম-খুন স্মরণে আয়োজিত সভায় জোনায়েদ সাকি এসব কথা বলেন। স্মরণসভায় সভাপতিত্ব করেন মারুফা ইসলাম ফেরদৌসী।

বিজ্ঞাপন

জোনায়েদ সাকি বলেন, ‘সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য গুম-খুনের পথ বেছে নিয়েছে। যাতে করে সরকারের দুর্নীতি, অনিয়ম, মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করতে কেউ রাস্তায় নামতে না পারে। কারণ বাড়ি থেকে ডেকে নিয়ে গুম-খুন করলে ভয়ে অন্যায়ের প্রতিবাদ করতে স্বাভাবিকভাবেই কেউ রাস্তায় নামবে না। তাই এই সরকারকে বিদায় করার জন্য কঠিন লড়াই করতে রাজপথে নামতে হবে।’

এসময় সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে সংবিধান সংশোধনসহ পুলিশ-র‌্যাবকে ঢেলে সাজাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/এমও

আ.লীগ জোনায়েদ সাকি সাকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর