কোমায় থাকা সেই পাইলট নওশাদকে মৃত ঘোষণা
৩০ আগস্ট ২০২১ ১৫:১৯ | আপডেট: ৩০ আগস্ট ২০২১ ১৭:৫৪
ঢাকা: বাংলাদেশ বিমানের পাইলট নওশাদ আতাউল কাইউমকে মৃত ঘোষণা করা হয়েছে। মধ্য আকাশে হার্ট অ্যাটাক করা এই পাইলট ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তিনি ছিলেন ক্লিনিক্যালি ডেড।
সোমবার (৩০ আগস্ট) স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটে পরিবারের সম্মতিতে নওশাদের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান।
আরও পড়ুন: জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাইলট নওশাদ
এর আগে, পাইলট নওশাদের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল একটি বিশেষ বোর্ড গঠন করে। গতকাল থেকে তিনি কোমায় ছিলেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন নওশাদ।
গত শুক্রবার (২৭ আগস্ট) সকালে ওমানের মাস্কাট থেকে বিজি-০২২ ফ্লাইটটি নিয়ে ঢাকা আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম ‘হার্ট অ্যাটাক’ করেন। তখন ভারতের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জরুরি অবতরণের অনুরোধ জানান। একই সময়ে তিনি কো-পাইলটের কাছে বিমানটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেন। তখন কো পাইলট বিমানটি ল্যান্ড করান। ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে নিকটস্থ নাগপুর বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দিলে কো-পাইলটই বিমানটিকে সেখানে অবতরণ করান।
আরও পড়ুন: মাঝ আকাশে পাইলট হার্ট অ্যাটাক করায় ভারতে জরুরি অবতরণ
বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটির ১২৪ জন যাত্রীর প্রত্যেকেই নিরাপদে ছিলেন। জরুরি অবতরণের পর পাইলট কাইউমকে নাগপুরের হোপ হাসপাতালে নেওয়া হয়।
শনিবার (২৮ আগস্ট) রাতেই কাইউমের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
রোববার দুপুরে নওশাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে জানা যায় তার মৃত্যুর তথ্য নিছক গুজব।
এর আগে, ২০১৬ সালের ২২ ডিসেম্বর ঝুঁকিপূর্ণ একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করিয়ে দেশ-বিদেশে প্রশংসিত হন পাইলট নওশাদ। বিজি-১২২ ফ্লাইটটিতে যাত্রী ছিলেন ১৪৯ জন, ক্রু ছিলেন ৭ জন এবং কো পাইলট ছিলেন ২ জন। বলতে গেলে নওশাদের দক্ষতায় বেঁচে যায় তাদের জীবন।সেজন্য আন্তর্জাতিক পাইলট অ্যাসোসিয়েশন থেকেও তাকে সম্মাননা দেওয়া হয়।
নওশাদ ১৯৭৭ সালের ১৭ অক্টোবর ঢাকায় জন্ম গ্রহণ করেন। তিনি ২০০২ সালের ২০ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগদান করেন।
সারাবাংলা/এসজে/একে