Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই সরকার হৃদয়হীন: মাহমুদুর মান্না

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২১ ১৪:৪৩

ফাইল ছবি

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার হৃদয়হীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবা মাকে হারিয়েছেন সে যদি কষ্ট বুঝতেন তাহলে এই গুম-খুনের তদন্ত করে রহস্য উদ্ঘাটন করে অবশ্যই বিচার করতেন। যদি তিনি স্বজন হারানোর ব্যথা বোঝেন, তাহলে তিনি এই গুম-খুনের রহস্য উদঘাটন করছেন না কেন? এটিই আজ আমার তার কাছে প্রশ্ন।

সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে মায়ের ডাক সংগঠন আয়োজিত গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারুপা ইসলাম ফেরদৌস।

বিজ্ঞাপন

মান্না বলেন, ‘চোখের অশ্রুকে বারুদে পরিণত করে এই গুম-খুনের বিচারের জন্য শপথ নিয়ে শক্তভাবে রাজপথে নামি। এই নিষ্ঠুর মানবতার শত্রু সরকারকে নিয়মতান্ত্রিকভাবে বিচার চাইলে সাড়া দেবে না। তাই আসুন গুম-খুনের যে ভিডিও করা হয়েছে তা বিশ্বকে জানাই। সারাদেশে ছড়িয়ে দেই। চোখের অশ্রু মুছে ফেলে, বারুদে পরিণত করে রাজপথে নামি।’

তিনি আরও বলেন, ‘মেট্রোরেল, পদ্মা সেতুর কথা বলছেন। অন্যদিকে বাড়ি থেকে মানুষ তুলে নিয়ে গুম করে মেরে ফেলছেন। এমন উন্নয়ন এমন দেশ, এমন সরকার দেশের জনগণ চায় না। সময় আছে জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে গুম খুনের বিচার করুন। আর যদি না পারেন ক্ষমতা থেকে সরে দাঁড়ান।’

তিনি বলেন, ‘সারাদেশের গুম-খুনের ঘটনা সরকার জানে। কিন্তু বলছেন না। কারণ আসল কথা বললে সরকারের অবস্থা আর থাকে না। যার কারণে তারা বলছেন দেশে গুম-খুনের কোনো ঘটনা নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের এ মন্তব্য।’

সারাবাংলা/এএইচএইচ/একে

গুম-খুন মান্না মাহমুদুর রহমান মান্না

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর