Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের পারমাণবিক চুল্লি চালু করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২১ ১২:৩৮ | আপডেট: ৩০ আগস্ট ২০২১ ১৪:৫৪

উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লি পুনরায় চালু করা হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ।

সোমবার (৩০ আগস্ট) ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) এক প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

ওই পারমাণবিক চুল্লি সংলগ্ন এলাকায় প্লুটোনিয়ামের সন্ধান মিলেছে। যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হয়।

এর আগে, ২০০৯ সালে পরমাণু কর্মসূচি থেকে উত্তর কোরিয়াকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু, আইএইএ কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে দেখেছে, জুলাই মাস থেকে ওই পারমাণবিক চুল্লি থেকে শীতল জল নিষ্কাশন করা হচ্ছে। এর মাধ্যমে চুল্লি চালু হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে পাঁচ মেগাওয়াটের পারমাণবিক চুল্লি কমপ্লেক্স ইয়ংবিয়ন। ২০১৮ সালের ডিসেম্বরের পর এই প্রথম ওই চুল্লি চালু করার ইঙ্গিত মিলল।

আপাতত, বিশেষজ্ঞরা ওই কমপ্লেক্স পর্যবেক্ষণ করে এর সক্ষমতা বোঝার চেষ্টা করছেন।

সারাবাংলা/একেএম

উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর