ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২১ ১০:১২ | আপডেট: ৩০ আগস্ট ২০২১ ১২:৩২
৩০ আগস্ট ২০২১ ১০:১২ | আপডেট: ৩০ আগস্ট ২০২১ ১২:৩২
ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জন করোনা ও ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ২ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৫ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৪, নেত্রকোনার ২ ও জামালপুরের একজন ছিলেন।
তিনি আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ১২ জনসহ করোনা ইউনিটে ১৭৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন করে ৫৪৫টি নমুনা পরীক্ষায় ৭৩ জন শনাক্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনায় ২৭০ জন মারা গেছেন।
সারাবাংলা/এসএসএ