হালখাতা
২ এপ্রিল ২০১৮ ২২:১৬ | আপডেট: ৩ এপ্রিল ২০১৮ ১৫:১১
হালখাতা অর্থ নতুন খাতা। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা-পাওনার হিসাব সমন্বয় করে হিসাবের নতুন খাতা খোলেন। খদ্দেররাও এদিন হাসিমুখে তাদের পাওনা মিটিয়ে যান; বিনিময় তাদের মিষ্টিমুখ করানো হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে। বছরের প্রথম দিনে ব্যবসায়ীকে পাওনা পরিশোধের প্রাচীন এই রেওয়াজটিতে অনেকটাই ভাটা পড়েছে। খদ্দেররা পাওনা পরিশোধের দিনক্ষণ ভুলে গেলে কি হবে ব্যবসায়ীরা এখনো বছরের প্রথম দিনে হিসেবের খাতা খোলার রীতি এখনো অব্যাহত রেখেছে। পয়লা বৈশাখ আসছে; তাই হালখাতা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে ব্যবসায়ীরা। ছবি তুলেছেন : সুমিত আহমেদ।
সারাবাংলা/এমআই