Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বাস-সিএনজি সংর্ঘষ, কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২১ ২২:২১ | আপডেট: ২৯ আগস্ট ২০২১ ২২:২২

ফাইল ছবি

সুনামগঞ্জ: ছাতকে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে জাকির আহমদ (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। রোববার (২৯) আগস্ট বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের তকিপুর নামক এলাকায় ঐ দুর্ঘটনা ঘটে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত কলেজছাত্র সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার লামা পারকুল গ্রামের আব্দুল হান্নানের পুত্র ও ছাতক সরকারি ডিগ্রি কলেজের ছাত্র।

ওসি জানান, ছাতক থেকে ছেড়ে আসা একটি সিএনজি গোবিন্দগঞ্জের তকিপুর নামক স্থানে এসে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ মোট ৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্বার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির আহমেদকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/ এসএসএ

কলেজছাত্র নিহত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর