Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২১ ১৯:৩৮

সাতক্ষীরা: শহরের মিলবাজার এলাকা থেকে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় পুলিশের স্টিকার লাগানো ভুয়া পরিচয় বহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। রোববার (২৯ আগস্ট) ভোরে মিলবাজার এলাকার সুন্দরবন টেক্সটাইলস মিলের ১ নম্বর গেটের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া এলাকার মৃত আরশাদ হোসেনের ছেলে মাহফুজ আরিফ অপু (২৮), শহরের বাটকেখালী রামদেবপুর এলাকার রেজাউল ইসলামের ছেলে রায়হান বিপ্লব (২৮) ও শহরের গড়েরকান্দা এলাকার মৃত দেসের গাজীর ছেলে আনিছ গাজী (৩৫)।

বিজ্ঞাপন

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকারে ইয়াবার একটি বড় চালান নিয়ে খুলনা থেকে সাতক্ষীরা রওনা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইলস মিলের ১ নম্বর গেটের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে র‌্যাবের চেকপোস্ট বসানো হয়। পরে সেখান থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৬-০১৫৬) থামিয়ে তল্লাশি। এসময় প্রাইভেটকারে থাকা তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ৩ হাজার ৪৩০ পিস ইয়াবা, ৫টি মোবাইল ফোন, ৬টি সিমকার্ড, নগদ ৫ হাজার ১০০ টাকাসহ পুলিশের স্টিকার লাগানো ভুয়া পরিচয়বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়।

তিনি জানান, আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসএসএ

ইয়াবা সাতক্ষীরা

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর