Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রতিটি গ্রামে শহরের সুবিধা নিশ্চিত করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২১ ১৮:০৭

ফাইল ছবি

ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গ্রামাঞ্চলের মানুষদের স্বাচ্ছন্দ্য জীবন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্য প্রতিটি গ্রামে শহরের সুবিধা নিশ্চিত করা হবে।

রোববার (২৯ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এবং সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য গ্রামাঞ্চলে শহরাঞ্চলের মতো উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা। এ লক্ষ্যে গ্রামাঞ্চলে উন্নত লেখাপড়ার জন্য আইসিটি ল্যাব নির্মাণ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, আধুনিক অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এছাড়া রাস্তাঘাটের উন্নয়ন, শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিতের পাশাপাশি পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে আমরা কাজ করছি। স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় রয়েছে বলেই এই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিউর রহমান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

সারাবাংলা/জেআর/এসএসএ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর