Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিলে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২১ ১৭:৪৯

ঢাকা: মেডিকেল ভর্তি পরীক্ষার (MBBS) প্রকাশিত ফলাফল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র আদালতে দাখিল করার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে আগামী ১০ দিনের মধ্যে মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৯ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ কাওছার।

২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ত্রুটিপূর্ণ ফলাফল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা এবং পরীক্ষার ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র আদালতে দাখিলের নির্দেশনা চেয়ে গত ১৬ আগস্ট ১৯৫ জন এমবিবিএস ভর্তি পরীক্ষার্থীর পক্ষে রিট দায়ের করা হয়।

ওই রিট শুনানির ধারাবাহিকতায় আদালত আজ এই আদেশ দেন।

সারাবাংলা/কেআইএফ/একে

এমবিবিএস টপ নিউজ মেডিকেল ভর্তি পরীক্ষা রিট হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর