Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় পুকুর থেকে মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২১ ১৬:৪৩

নেত্রকোনা: পূর্বধলা উপজেলায় পুকুর থেকে ভাসমান অবস্থায় আব্দুল মজিদ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা গ্রামের জনৈক নূরুল ইসলামের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মজিদ ওই এলাকার আগিয়া পূর্বপাড়া গ্রামের মৃত কাছম আলীর ছেলে।

নিহতের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে প্যারালাইসিস ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। গত শনিবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে তিনি বাড়ি থেকে স্থানীয় হাটকান্দা বাজারে গিয়ে রাতে আর বাড়ি ফেরেননি। রাতভর পরিবারের লোকজন তাকে বহু খোজাখুঁজির পর পরদিন রোববার দুপুরে স্থানীয় লোকজন হাটকান্দা গ্রামের জনৈক নূরুল ইসলামের পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, ধারণা করা হচ্ছে পুকুরটি বড় রাস্তা সংলগ্ন থাকায় চলার পথে তিনি পুকুরে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। নিহতের পরিবার ও এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর