ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ
২৯ আগস্ট ২০২১ ১৩:৩১ | আপডেট: ২৯ আগস্ট ২০২১ ১৫:০৮
ঢাকা: ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে হামলা করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ঢাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ অন্তত আট নেতাকর্মী আহত হয়েছেন।
রোববার (২৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের সামনে সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মামুন (মুহসীন হল শাখা ছাত্রদলের সভাপতি), মাসুম (ফজলুল হক হল শাখা ছাত্রদলের সভাপতি), দিদার (ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য সচিব) নাম জানা গেছে।
ছাত্রদল সূত্র জানায়, আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজে ছাত্রদলের কোনো নেতাকে ভর্তি করা হয়নি। এমন কোনো ঘটনা আমার জানা নেই।’
ছাত্রদল সূত্রে জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে শহীদ মিনার থেকে টিএসসিমুখী একটি মিছিল বের করে ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তী সময়ে মিছিলটি বঙ্গবন্ধু টাওয়ার অতিক্রম করে শহীদ রুমি ভবনের সামনে আসলে আতর্কিত হামলা করে ছাত্রলীগের নেতকর্মীরা। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ছাত্রদলের মিছিলের ব্যানারটি পুড়িয়ে দেয় ছাত্রলীগ।
এ বিষয়ে ছাত্রদলের ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বিক্ষোভ মিছিল চলাকালে বিএনসিসি ভবনের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে আমাদের সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ ৮/১০জন নেতাকর্মী আহত হয়েছেন`
হামলার বিষয়ে জানতে ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাসকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সারাবাংলা/আরআইআর/একে