আগামী বছর ৩ মেগা প্রকল্পের উদ্বোধন: কাদের
স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২১ ১২:৫৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২১ ১৪:১৮
২৯ আগস্ট ২০২১ ১২:৫৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২১ ১৪:১৮
ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছর দেশের তিনটি বড় প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তিন প্রকল্প হল পদ্মাসেতু, কর্ণফুলী ট্যানেল এবং মেট্রোরেলের লাইন-৬।
তিনি জানান, ২০২২ সালের জুনে পদ্মা সেতু চালু করা হবে। এরপর চট্টগ্রামে কর্ণফুলী টানেল এবং ডিসেম্বরে মেট্রোরেল ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে।
রোববার (২৯ আগস্ট) রাজধানীর উত্তরায় মেট্রোরেলের পরীক্ষামূলক পরিচালনা ও পরীক্ষণের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। ওই উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল এখন আর কোনো স্বপ্ন নয়। দৃশ্যমান বাস্তবতা।
সারাবাংলা/এসজে/এএম