বুলবুল চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সারাবাংলা ডেস্ক
২৮ আগস্ট ২০২১ ২৩:১৩ | আপডেট: ২৯ আগস্ট ২০২১ ০৮:৩৩
২৮ আগস্ট ২০২১ ২৩:১৩ | আপডেট: ২৯ আগস্ট ২০২১ ০৮:৩৩
ঢাকা: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৮ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় শোক জানান তিনি।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে, সন্ধ্যা ছয়টার দিকে পুরান ঢাকার বাংলাবাজারে নিজ বাসায় মৃত্যুবরণ করেন প্রখ্যাত কথাশিল্পী বুলবুল চৌধুরী। তার বয়স হয়েছিল ৭৩ বছর। ছয় মাস আগে তার ক্যানসার ধরা পড়ে। কিন্তু কেমো থেরাপি নেওয়ার মতো শারীরিক অবস্থা না থাকায় চিকিৎসকের পরামর্শে বাসায়ই তার চিকিৎসা চলছিল।
সারাবাংলা/পিটিএম