Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২১ ২২:৪৪

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কলাবাগান মাঠের বিপরীত পাশে যাত্রীবাহী বাসচাপায় কবির হোসেন (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শনিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কবির হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ এলাকায় থাকতেন।
তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

তিনি জানান, কলাবাগান মাঠের বিপরীত পাশে এম কে ইলেকট্রনিক্স শোরুমের সামনের রাস্তায় ভাড়ায় চালিত উবার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন কবির হোসেন। এসময় গুলিস্তান-ধামরাই পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। উবার চালক আহত হয়েছেন বলে জানতে পেরেছি। তবে তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এসআই আরও জানান, যাত্রীবাহী বাস জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএসএ

মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর