Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উড়াল সড়কে ‘ছিনতাইয়ে জড়িত’ ৭ যুবক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২১ ২১:১৩ | আপডেট: ২৮ আগস্ট ২০২১ ২১:১৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অস্ত্রসহ সাত যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাত জন নগরীর বিভিন্ন উড়াল সড়কে ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ আগস্ট) গভীর রাতে নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। এদের মধ্যে ছয়জনকে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন মাঠের পরিত্যক্ত ঘর থেকে এবং একজনকে দামপাড়া মসজিদ গলি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাতজন হলো— হৃদয় হোসেন (১৯), শহীদুল ইসলাম মনা (২২), চাঁন মিয়া(২১), মো. হাসান (১৯), মো. আরিফ (১৯), মো. আনিছ (১৯) এবং মহসিন উদ্দিন টুকু (৩০)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার সাত জনই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা বিভিন্ন ফ্লাইওভারে বিশেষ করে মুরাদপুর-লালখান বাজার এবং কদমতলী ফ্লাইওভারে রাতে অবস্থান নেয়। নির্জন ফ্লাইওভার দিয়ে অটোরিকশা, মোটরসাইকেল যাবার সময় গতিরোধ করে। এরপর যাত্রীদের কাছ থেকে টাকা-মোবাইল ছিনিয়ে নেয়। পুলিশের অবস্থান টের পেলে তারা পাইপ বেয়ে ফ্লাইওভার থেকে নেমে পালিয়ে যায়।’

ওসি আরও জানান, মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারে ছিনতাইয়ের প্রস্তুতি নিয়ে একটি পরিত্যক্ত ঘরে অবস্থানের সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে চকবাজার থানার দামপাড়া মসজিদ গলি থেকে মহসিন উদ্দিন টুকুকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ছুরি, দেশীয় তৈরি এলজি, লোহার তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে।

ফ্লাইওভার কেন্দ্রিক ছিনতাইয়ের ঘটনায় তাদের বিরুদ্ধে চকবাজার ও কোতোয়ালী থানায় আরও মামলা আছে বলে ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসএসএ

গ্রেফতার চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর