Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২১ ১৯:৪৫

প্রতীকী ছবি

বগুড়া: জেলার সারিয়াকান্দিতে মসজিদের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী আজম ঠাণ্ডা (৪৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল পশ্চিমপাড়া জামে মসজিদের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

হাটশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত আলী আজম ঠাণ্ডা সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত হামিদ প্রামানিকের ছেলে।

সারাবাংলা/একেএম

বিদ্যুৎস্পৃষ্ট রাজমিস্ত্রীর মৃত্যু