Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজেপি দেশ বিক্রি করে দিচ্ছে: মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২১ ১৯:২২ | আপডেট: ২৮ আগস্ট ২০২১ ১৯:২৪

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দেশ বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। খবর এনডিটিভি।

শনিবার (২৮ আগস্ট) নিজ দফতরে সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি এসব কথা বলেছেন।

এর আগে, মমতা ব্যানার্জির ভাইপো ডায়মন্ড হারবার থেকে নির্বাচিত সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি এবং তার স্ত্রী রুজিরা ব্যানার্জির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা।

মমতা ব্যানার্জি বলেন, তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ক্ষমতা প্রদর্শনের খেলায় মেতেছে বিজেপি।

তিনি আরও বলেন, অভিযোগ ত্রুটিপূর্ণ হওয়ার পরও কেন্দ্রীয় সংস্থার হাতে এর তদন্তভার দেওয়া হয়েছে। এর জবাব দেওয়ার ভাষা তাদের জানা আছে। একইসঙ্গে, গুজরাটের ইতিহাস ভুলে না যাওয়ার জন্যও তিনি আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ তথা আসানসোল থেকে কয়লা লুটপাটের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতারা জড়িত। এছাড়াও, ভারতের বিমানবন্দর, রেলওয়ে, রাস্তাঘাট সব বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার এমন অভিযোগ করেন মমতা ব্যানার্জি।

সারাবাংলা/একেএম

টপ নিউজ তৃণমূল কংগ্রেস বিজেপি মমতা ব্যানার্জি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর