Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ২ দিন পর কর্ণফুলীতে শিক্ষার্থীর মৃতদেহ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২১ ১৮:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে বেসরকারি একটি পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী তিনদিন ধরে নিখোঁজ ছিল বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।

শনিবার (২৮ আগস্ট) বিকেলে কর্ণফুলী নদীর ফিশারিঘাট থেকে নৌ পুলিশের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে।

মৃত ফাইয়াজ নূর (২১) নগরীর বায়েজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া এলাকায় একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। বাসা বায়েজিদের শেরশাহ এলাকায়।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, ‘নদীতে একটি ফিশিং ট্রলারের সঙ্গে মৃতদেহটি আটকে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা উদ্ধার করেছি। তার পকেটে জাতীয় পরিচয়পত্র পেয়েছি। সেখানে বাসা শেরশাহ এলাকায় উল্লেখ আছে। পরে আমরা বিষয়টি বায়েজিদ বোস্তামি থানার মাধ্যমে পরিবারের সদস্যদের অবহিত করি। তারা ঘটনাস্থলে এসেছেন।’

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘নৌ পুলিশের কাছ থেকে খবর পেয়ে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি। পরিবারের সদস্যরা জানিয়েছে ফাইয়াজ ওয়াজেদিয়া এলাকার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে দোকান থেকে গ্যাস বিলের কপি আনতে যাচ্ছে বলে বাসা থেকে বের হয়। এরপর আর ফেরেনি।’

তিনদিন ধরে নিখোঁজ থাকলেও পরিবারের সদস্যরা বিষয়টি থানায় অবহিত করেনি বলে জানিয়েছেন ওসি কামরুজ্জামান।

সারাবাংলা/আরডি/পিটিএম

কর্ণফুলী মৃতদেহ শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর