Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সবকিছু চললে শিক্ষাপ্রতিষ্ঠানও খুলতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২১ ১৮:০৬

ঢাকা: সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেছেন, সরকারি-বেসরকারি সবকিছু চলতে পারলে শিক্ষাপ্রতিষ্ঠানও খুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘বাঙালির হৃদয়ের স্লেটে বঙ্গবন্ধু অমর ও অবিনশ্বর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)।

বিজ্ঞাপন

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে শিক্ষকের দাবির সঙ্গে একমত পোষণ করে আব্দুস শহীদ বলেন, ‘শিক্ষকদের দাবিগুলো পূরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করুন। এক্ষেত্রে শিক্ষকরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আপনাদের যৌক্তিক দাবিগুলো আদায় করা সম্ভব।’

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মেধাবী ছাত্র ও শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে আব্দুস শহীদ বলেন, ‘শিক্ষাকে জাতীয়করণের পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে। শিক্ষাব্যবস্থাকে আরও সহজ করতে হবে। মানসম্মত শিক্ষাব্যবস্থা আপনাদেরই নিশ্চিত করতে হবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। বাশিস সভাপতি নজরুল ইসলাম রনির সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করে বাশিসের উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী। এছাড়াও বক্তব্য দেন সাইদুল হাসান সেলিম, মুহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

শিক্ষাপ্রতিষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর