Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান তথ্য হালনাগাদের নির্দেশ

চবি করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২১ ১৭:৫৩

চট্টগ্রাম ব্যুরো: পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালুর লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন প্রদান সংক্রান্ত তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। হালনাগাদের তথ্য দেওয়া যাবে ২৯ আগস্ট পর্যন্ত।

শনিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীর কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত যেসব তথ্য হালনাগাদ করতে হবে

  • যারা ইতোমধ্যে দুটি ডোজ নিয়েছেন।
  • যারা ইতোমধ্যে ১টি ডোজ গ্রহণ করেছেন।
  • যারা ইতোমধ্যে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ভ্যাকসিন নেননি।
  • যারা সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারছেন না (NID না থাকায়/NID-র ভুল তথ্য দেওয়ার কারণে অথবা ইতোপূর্বে আবাসিক/অনুমতিপ্রাপ্ত এবং অনাবাসিক শিক্ষার্থীর নামের তালিকা সংগ্রহের জন্য পাঠানো গুগল ফর্ম পূরণ না করায়)।

শিক্ষার্থীরা গুগল ফর্ম লিঙ্কে ( https://forms.gle/yB1WA3saCnJwgqUE7 ) প্রবেশ করে হালনাগাদের তথ্য দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান সারাবাংলাকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ভ্যাকসিন তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছে। শিক্ষার্থীরা যেন সবাই অংশগ্রহণ করে তথ্য দেয়। এতে আমাদের সুবিধা হবে। সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’

সারাবাংলা/সিসি/পিটিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর