Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফল মঙ্গলবার


২ এপ্রিল ২০১৮ ১৮:২২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল আগামীকাল (মঙ্গলবার) প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট থেকে (www.dpe.gov.bd) বৃত্তির ফল জানা যাবে। সোমবার (২ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক বৃত্তির ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ্জ জামান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল এবং মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য আলাদা পরীক্ষা নেওয়া হতো। ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলা বা ওয়ার্ডভিত্তিক এই বৃত্তি দেওয়া হচ্ছে। ঝরে পড়া রোধ, শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফলের ওপর ভিত্তি করে বৃত্তি দেওয়া হয়। এবার বৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বাড়ানো হয়েছে।

সারাবাংলা/এমআইএস/এটি

প্রাথমিক শিক্ষা সমাপনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর