Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে আইএস-কে’র ঘাঁটিতে মার্কিন ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২১ ১১:৩২ | আপডেট: ২৮ আগস্ট ২০২১ ১৪:৪৮

আফগানিস্তানে ইসলামিক স্টেট খোরাসানের (আইএসআইএস-কে) একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এ হামলায় জঙ্গি সংগঠনটির একটি শাখার পরিকল্পনাকারী নিহত হয়েছেন বলে ধারণা করেছে মার্কিন বাহিনী। শনিবার (২৮ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলে এই হামলা চানানো হয়। খবর বিবিসি।

আইএসআইএস-কে’র সন্দেহভাজন সদস্যদের লক্ষ্য করে দেশটির নানগারহার প্রদেশে এই ড্রোন হামলা চালায় মার্কিন সেনাবাহিনী।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাহিরে বোমা হামলার দায় স্বীকার করে আইএসআইএস-কে। এই হামলায় অন্তত ১৭০ জন নিহত হয়, যার মধ্যে ১৩ জন মার্কিন সেনা রয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শুক্রবার (২৭ আগস্ট) আত্মঘাতী বোমা হামলার জন্য দায়ী জিহাদিদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আরও পড়ুন: কাবুল বিস্ফোরণ: প্রতিশোধ চান বাইডেন

ওই বোমা হামলার কিছুক্ষণের মধ্যেই জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকের পর হোয়াইট হাউজ থেকে এক টেলিভিশন বিবৃতিতে তিনি জানান, যারা এর সঙ্গে জড়িত, তাদের কোনো ছাড় নেই। জঙ্গিদের সমূলে নির্মূল করতে কাজ করবে যুক্তরাষ্ট্র।

বাইডেনের এই ঘোষণার একদিন পরই আইএসআইএস-কে’র সদস্যদের লক্ষ্য করে এই ড্রোন হামলা চালাল মার্কিন সেনাবাহিনী।

আইএসআইএস-কে বা ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ আফগানিস্তানের মধ্যে সবচেয়ে চরমপন্থী ও সহিংস জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত।

এর আগে, গত ১৫ আগস্ট কট্টরপন্থী সংগঠন তালেবানের যোদ্ধারা কাবুল দখল করার পর থেকে বিদেশিসহ হাজার হাজার আফগান দেশটি ত্যাগ করতে বিমানবন্দরে ভিড় করে। গত দুই সপ্তাহে দেশটি থেকে এক লাখের অধিক মানুষকে সরিয়ে নিয়েছে মার্কিন সেনাবাহিনী। আফগানিস্তান থেকে মার্কিনদের চলমান এই উদ্ধার অভিযান আগামী মঙ্গলবার (৩১ আগস্ট) শেষ হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

আইএসআইএস-কে ইসলামিক স্টেট খোরাসান টপ নিউজ ড্রোন হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর