Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ত্যাগী কর্মীদের মূল্যায়ন না হলে দুঃসময়ে কঠিন মূল্য দিতে হবে’

সারাবাংলা ডেস্ক
২৭ আগস্ট ২০২১ ২১:৫৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২১ ২২:০৩

চট্টগ্রাম ব্যুরো: ত্যাগী ও আদর্শের কর্মীদের মূল্যায়ন না হলে কঠিন সময়ে দলকে মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত তপতী সেনগুপ্তার স্মরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসিনা মহিউদ্দিন বলেন, ‘দুঃসময়ে সুখের পাখিরা উড়াল দেয়। সুসময়ে দল যদি তার ত্যাগী ও আদর্শের কর্মীদের মূল্যায়ন না করে তাহলে দুঃসময়ে দলকে কঠিন মূল্য দিতে হবে। আজ দল ক্ষমতায় বলে অনেক সুখের পাখি আছে। দুঃসময়ে এই সুখের পাখিরা থাকবে না। প্রয়াত তপতী সেনগুপ্তার আদর্শকে সামনে রেখে আমরা মহিলা আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাব।’

সাবেক সাংসদ সাবিহা মুসা বলেন, ‘কঠিন সময়ে চট্টগ্রামে মহিলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন নীলুফার কায়সার ও তপতী সেনগুপ্তা। তাদের সাহসী ভূমিকার কারণে মহিলা আওয়ামী লীগ চট্টগ্রামে প্রতিষ্ঠা পেয়েছে এবং টিকে আছে।’

নগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগ, হাসিনা আক্তার টুনু, শারমিন ফারুক, রোকসানা আক্তার, লায়লা আক্তার এটলী, আয়েশা আলম, কামরুন নাহার বেবী, ফাতেমা আক্তার, আয়েশা ছিদ্দিকী, আয়েশা আক্তার পান্না, জান্নাতুল ফেরদৌস, কান্তা ইসলাম মিনু, লাভলী বেগম।

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ হাসিনা মহিউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর