বোয়ালখালীতে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২১ ২১:১৪ | আপডেট: ২৭ আগস্ট ২০২১ ২১:৫৬
২৭ আগস্ট ২০২১ ২১:১৪ | আপডেট: ২৭ আগস্ট ২০২১ ২১:৫৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অস্ত্রশস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ, দুইটি ছোরা এবং ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার আহলা-কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তরভুর্ষি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দু’জন হলেন— মো. শামীম (৩২) ও নসু মিয়া (৪৮)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার দু’জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা ডাকাতির উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় করে বোয়ালখালীতে অবস্থান করছিল। খবর পেয়ে আমরা তাদের উত্তরভুর্ষি এলাকা ঘিরে গ্রেফতার করেছি।’
দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি আবদুল করিম জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/টিআর