Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন্দুয়া বধ্যভূমির স্মৃতিফলক ‘চিরঞ্জীব’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২১ ১৬:০১ | আপডেট: ২৭ আগস্ট ২০২১ ২১:৩৭

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমির স্মৃতিফলক ‘চিরঞ্জীব’-এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দুয়া উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা প্রশাসন স্মৃতিফলকটি বাস্তবায়নের কাজ করছে।

শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৯টায় কেন্দুয়া পৌর সদরের ভূমি অফিস সংলগ্ন বধ্যভূমির স্মৃতিফলক ‘চিরঞ্জীব’-এর নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের  সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

বিজ্ঞাপন

কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইন উদ্দিন খন্দকার, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভূঞা ও তাজুল ইসলাম তাজু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

কেন্দুয়া বধ্যভূমি ভিত্তিপ্রস্তর স্থাপন স্মৃতিফলক চিরঞ্জীব