Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীরচরে ভেজাল শিশুখাদ্য ও পানীয় তৈরি, গোয়েন্দা জালে আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২১ ১৯:২০

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে অবৈধভাবে ভেজাল শিশু খাদ্য ও পানীয় তৈরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। গ্রেফতাররা হলেন মো. শাহাজালাল ও মো. রাশেদ।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৈধ কাগজপত্র, পেশাদার কেমিস্ট ও ল্যাবরেটরি ছাড়া কেমিক্যালযুক্ত শিশু খাদ্য তৈরি ও বিক্রি করার কারণে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে সুমাইয়া ফ্রুটিলা ম্যাংগো ফ্রুট ড্রিংকস (আইস ললি), ছোট প্লাস্টিকের আম আকৃতির ম্যাংগো জুস ভরা প্লাস্টিকের বৈয়াম, সাদা প্লাস্টিকের বোতলে থাকা আমের ঘ্রাণ যুক্ত কেমিক্যাল, সাদা প্লাস্টিকের বৈয়ামে থাকা LEMON YELLOW লেখা রং, প্লাস্টিকের কন্টেইনারে বিভিন্ন ধরনের কেমিক্যাল উদ্ধার করা হয়।

ডিবি লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী কমিশনার মো. ফজলুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় কামরাঙ্গীরচর থানার খলিফার ঘাট কাজী বাড়ির গলি রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, ‘গ্রেফতারকৃতরা কামরাঙ্গীরচর থানা এলাকায় বিভিন্ন নামে অবৈধভাবে কেমিক্যালযুক্ত ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব ভেজাল শিশু খাদ্য ও পানীয় উৎপাদন করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

সারাবাংলা/ইউজে/একে

ভেজাল খাদ্য শিশু খাদ্য শিশুপণ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর