Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২১ ১৮:১৮

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: শাহজাদপুরে বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ী বিন্নাদারিতে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন, পার্শ্ববর্তী পাবনা জেলার বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের আবু শ্যামা প্রমানিকের ছেলে আল আমিন হোসেন (৪২) ও নাকালিয়া গ্রামের রফিক প্রমানিকের ছেলে মোস্তফা (৪৫) ।

এ ব্যাপারে শাহজাদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মঞ্জুরুল হক জানান, শাহজাদপুর থেকে বেড়াগামী মোটরসাইকেলকে একটি বাস পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় মোটরসাইকেল আরোহী আল আমিন হোসেন ঘটনাস্থলেই মারা যান। এবং আরেক আরোহী মোস্তফাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে মৃত্যুবরণ করেন।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু আহমেদ জানান, ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। মৃতদেহ দুটি পাবনা মাধপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/একেএম

বাসচাপা মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর