মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর সাঈদ ব্যাপারীর মৃত্যু
২৭ আগস্ট ২০২১ ১৭:২৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২১ ১৭:৩০
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ৩৩ নম্বর ওয়ার্ডের (পুরনো ৪৬ নম্বর ওয়ার্ড) সাবেক কাউন্সিলর আবু সাঈদ ব্যাপারী মারা গেছেন। তাকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
তার ছেলে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু সায়েম শাহিন।
আবু সায়েম শাহিন সারাবাংলাকে জানান, তার বাবা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সাঈদ ব্যাপারী শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সাঈদ ব্যাপারীর মৃত্যুতে ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য সাদেক খানসহ মোহাম্মদপুর আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রাজধানীর মোহাম্মদপুরে পুলপাড় জামে মসজিদ, বসিলা সিটি গার্ডেন, শারিরীক শিক্ষা কলেজে মরহুমের তিনটি জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাঈদ ব্যাপারীকে রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
সারাবাংলা/একে