ছাত্রলীগকে আঁটঘাঁট বেঁধে নামতে হবে: ওবায়দুল কাদের
২৭ আগস্ট ২০২১ ১৬:২১ | আপডেট: ২৭ আগস্ট ২০২১ ১৯:৩৬
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অচিরেই বিশ্ববিদ্যালয় খুলছে। আপনারদেরকেও (ছাত্রলীগ) কিন্তু আঁটঘাঁট বেঁধে নামতে হবে। অনেক অপশক্তি মাঠে নামবে, চ্যালেঞ্জ করবে।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত এক স্মরণ সভায় ওবায়দুল কাদের এ সব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার পরিস্থিতির সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীলতার প্রস্তুতিও নিচ্ছে। শেখ হাসিনার সরকারকে হঠানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তাই ছাত্রলীগকে ওয়েল ইকুপড হতে হবে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিভিন্ন জন্মদিন উদযাপন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্ট বেগম জিয়ার ৫ম জন্মদিন। ষষ্ঠ হয়েছে পরে। একজন মানুষের দুইটা জন্মদিন হতে পারে কিন্তু একটা মানুষের ছয়টা জন্মদিবস এটি দুনিয়ার ইতিহাসে বিরল ঘটনা। এ ধরনের মিথ্যার জন্য যদি নোবেল পুরস্কার থাকত তাহলে বেগম জিয়া নিঃসন্দেহে পেতেন।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার জন্মদিন প্রসঙ্গে কথা বললেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের শিষ্ঠাচারবহির্ভূত বক্তব্য রেখেছেন। আমি তো হাওয়া থেকে পাওয়া কথা বলিনি। যা বলেছি, খালেদা জিয়ার জীবনী থেকে তথ্য নিয়ে বলেছি, জবাব দিন।’
আরও পড়ুন: ‘জিয়ার কবরে তার লাশ নেই, সেটা নিয়ে এত নাটক কেন বিএনপির?’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর কথায় এখন গা জ্বালা শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী ঐতিহাসিক সত্যের উদ্ধৃতি দিয়েছেন। চট্টগ্রাম থেকে ঢাকায় তাকে (জিয়া) সমাহিত করা পর্যন্ত জেনারেল জিয়ার একটি লাশের ছবি কি মির্জা ফখরুল দেখাতে পারবেন? প্রধানমন্ত্রীর বক্তব্যের কাউন্টার করতে গিয়ে আপনি আবোল-তাবোল বকলেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিলেন কিন্তু আপনি লাশের ছবি দেখাতে পাারবেন কি না? আমি লাশের ছবি দেখতে চাই।’
ফখরুলকে তিনি সত্যের কাছে, সত্যের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘মিথ্যার বেসাতি করে বেশিদিন রাজনীতি চলবে না। অনেক মিথ্যার বেসাতি করেছেন। ইতিহাসের অনেক সত্যকে আপনারা চাপা দিতে চেয়েছেন। কিন্তু সত্য যে দিবালোকের মতো স্পষ্ট, তা চাপা দেওয়ার কোনো ক্ষমতা কারও নেই। সত্য বেরিয়ে আসবেই। কারো নেই। আর এখন বেরিয়ে আসতে শুরু করেছে। প্রধানমন্ত্রী সত্যই বলে দিয়েছেন, সেটি মির্জা ফখরুলদের পছন্দ হয়নি।’
আরও পড়ুন: জিয়ার কবর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য হাস্যকর: ফখরুল
গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে পতনের হুমকির বিষয়ে বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘এখন আবার গণঅভ্যুত্থান করবে। দেখতে দেখতে ১২ বছর চলে গেল, এক যুগ। এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর? এক যুগ তো চলে গেল, আন্দোলন হবে কোন যুগে? এই হিসাব আর আন্দোলনের হাঁকডাক আষাঢ়ের তর্জন গর্জনেই সার।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বাংলাদেশে ষড়যন্ত্রের রাজনীতি এখনো চলমান। বাংলার আকাশে এখনও ষড়যন্ত্রের গন্ধ, তাই তরুণদের সতর্ক হওয়ার আহ্বান জানাই। জানান। আপনাদের সতর্ক হতে হবে। সামনের দিন আরও কঠিন চ্যালেঞ্জ আছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে ক্ষমতার মঞ্চে পরিবর্তনের পর এখানে যারা উল্লসিত তাদের উদ্দেশ্য কী, মতলব কী, তা বুঝতে হবে।’
বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ রাষ্ট্রের জন্ম চেতনার সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে জড়িত বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ছাত্রলীগকে সেই গৌরবের ধারায় সুনামের ধারায় ফিরিয়ে আনতেই হবে। খারাপ খবরের শিরোনাম দেখতে চাই না।’
তাই সততা, কর্ম, সাহস, মেধা, পরিশ্রম, চরিত্র দিয়ে সাধারণ ছাত্রদের কাছে ছাত্রলীগকে আকর্ষণীয় করে তোলার আহ্বান জানান তিনি।
ছাত্রলীগের সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মনে রাখবেন, শিক্ষাঙ্গনগুলোতে নানা অপকৌশলে অস্থিরতা তৈরি হবে। শিক্ষাঙ্গন খুলতে যাচ্ছে। অচিরেই বিশ্ববিদ্যালয় খুলছে। আপনাদের কিন্তু আঁটঘাঁট বেঁধে নামতে হবে। অনেক অপশক্তি মাঠে নামবে চ্যালেঞ্জ করবে। তারা প্রস্ততি নিচ্ছে। বিশ্ববিদ্যালয়কে ঘিরেই তারা অস্থিরতা তৈরি করবে।’
কোটা সংস্কারসহ নিরাপদ সড়ক আন্দোলনের অন্তরালে নিকট অতীতে সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘এ সবের নামে যে অরাজকতা সেগুলো আমরা দেখেছি। এখন তারা বিশ্ববিদ্যালয় খোলার পরিস্থিতির সঙ্গে সঙ্গে অস্থিতিশীলতার প্রস্তুতিও নিচ্ছে। ষড়যন্ত্রের ছককে আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনার সরকারকে হঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কাজেই ছাত্রলীগকে আজকে ওয়েল ইকুপড হতে হবে।’
তাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেরা নিজেদের শত্রু তথা আপন ঘরে যার শত্রু তার শত্রুতা করার জন্য বাইরের ঘরের শত্রুর দরকার নেই বলেও পরামর্শ দেন সাবেক ছাত্রলীগ নেতা ওবায়দুল কাদের। একইসঙ্গে করোনা মহামারি, বন্যা দুর্গত এলাকায় ছাত্রলীগের মানবিক সহায়তার কার্যক্রমের জন্যও প্রশংসা করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মিজানুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
সারাবাংলা/এনআর/একে