মুন্সীগঞ্জে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা, আটক ৭
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২১ ১৩:৩৪
২৭ আগস্ট ২০২১ ১৩:৩৪
মুন্সীগঞ্জ: লৌহজংয়ে জুলহাস হাওলাদার (৩৫) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে জুলহাসকে পদ্মা সেতুর কাজে নিয়োজিত নিরাপত্তাকর্মী চুরির অভিযোগে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সাতজনকে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন- সেলিম, রাব্বি, তপু, আল-আমিন, আরিফ, আব্দুল মান্নান ও ইসরাফিল।
নিহত জুলহাস হাওলাদার উপজেলার কুমারভোগ পুনর্বাসনের মৃত হাসান হাওলাদারের ছেলে।
সারাবাংলা/এএম