Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলেজছাত্রকে তুলে পাহাড়ে নিয়ে মারধর, চবি শিক্ষার্থীসহ আটক ৩

চবি করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২১ ২১:৫৩ | আপডেট: ২৬ আগস্ট ২০২১ ২১:৫৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চট্টগ্রাম কলেজের এক ছাত্রকে তুলে পাহাড়ে নিয়ে মারধর ও মোবাইল-টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা পাহাড় থেকে ওই কলেজ ছাত্রকে উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত চবি’র এক শিক্ষার্থীসহ তিন জনকে আটক করেছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে আব্দুল করিম নামে চট্টগ্রাম কলেজের এক ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে এ ঘটনার শিকার হন।

বিজ্ঞাপন

এ ঘটনায় আটক তিন জন হলেন— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহীদুল ইসলাম শহীদ এবং স্থানীয় গ্রামের দুই তরুণ।

জানা গেছে, শহীদুলের সঙ্গে একই বিভাগের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি শহীদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। ওই ছাত্রী চট্টগ্রাম কলেজের ছাত্র আব্দুল করিমের সঙ্গে সম্পর্কে জড়ান। এতে ক্ষুব্ধ হন শহীদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) পরীক্ষা দিতে ওই ছাত্রী ক্যাম্পাসে এসেছিল। করিম দুপুরে তাকে নিতে ক্যাম্পাসে আসে। ক্ষুব্ধ শহীদ স্থানীয় দুই যুবকের সহায়তায় তাকে তুলে ক্যাম্পাসের বাইরে লালপাহাড়ে নিয়ে যায়। তাকে মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে আমরা খবর পেয়ে লালপাহাড়ে যাই এবং করিমকে উদ্ধার করি। শহীদসহ তিন জনকে আমরা নিজেদের হেফাজতে ক্যাম্পাসে নিয়ে আসি।’

তিন জনের অভিভাবককে খবর দেওয়া হয়েছে জানিয়ে প্রক্টর রবিউল হাসান বলেন, ‘অভিভাবকেরা এলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/টিআর

কলেজছাত্রকে মারধর চবি শিক্ষার্থী আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর