রাজধানীতে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে খুন
২৬ আগস্ট ২০২১ ১৬:০৩ | আপডেট: ২৬ আগস্ট ২০২১ ১৭:৪৭
ঢাকা: রাজধানীর উত্তর মুগদায় পাওনা টাকা চাওয়ায় নাসির মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
নিহত নাসিরের বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায়। পরিবার নিয়ে উত্তর মুগদার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। রিকশা চালানোর পাশাপাশি কাঁচামালও বিক্রি করতেন নাসির।
মৃত নাসিরের ছেলে মোহাম্মদ রাজন জানান, গত কুরবানির ঈদে মুগদা এলাকার এক কসাইয়ের সঙ্গে পশু জবাইয়ের কাজ করে নাসির। সেই কাজের সুবাদে আনুমানিক তিন হাজার টাকা ওই কসাইয়ের কাছে পাওনা ছিল তার বাবার। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করেই গতকাল নাসিরের সঙ্গে ওই কসাইয়ের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে গতকাল দুপুরে ও বিকেলে ওই কসাইয়ের সহযোগী বাঘাসহ আরও বেশ কয়েকজন মিলে তার বাবা নাসিরকে মারধর করে।
রাজন জানায়, রাতে আমিসহ আরো দশ-বারো জন মিলে এই ঘটনায় বিচার চাইতে যাই। সেখান থেকে ফেরার সময় বাঘার নির্দেশে স্থানীয় রিপন, রিপনের মা খুকি, খোকন, শামীমসহ বেশ কয়েকজন মিলে তাদেরকে মারধর করে। এক পর্যায়ে রিপন তার বাবা নাসিরকে জাপটে ধরে তার নিতম্বে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তার বাবাকে রাতেই ধানমন্ডির ইউনিহেলথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টার দিকে মারা যান নাসির ।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ পারভেজ জানান, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত হয় নাসির। চিকিৎসাধীন অবস্থায় ধানমন্ডির একটি ক্লিনিকে ভোরে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় নিহত নাসিরের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় খুকি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে।
সারাবাংলা/এসএসএ