Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেনেজুয়েলাতে বন্যায় ২০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২১ ১৪:১৩ | আপডেট: ২৬ আগস্ট ২০২১ ১৪:১৬

ভেনেজুয়েলায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও নদী প্লাবিত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৫ আগস্ট) দেশটির পশ্চিমে মেরিডা রাজ্যে এ প্রাণহানির ঘটনা ঘটে। খবর আলজাজিরা।

মেরিডার ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের একজন কর্মকর্তা গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, কর্তৃপক্ষ কিছু এলাকায় টেলিফোন পরিষেবা পুনরায় চালু করতে কাজ করছে।

বিজ্ঞাপন

এর আগে রাজ্যেটির গভর্নর রামন গুয়েভারা বলেছিলেন, এ ঘটনায় এক হাজার ২০০টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ১৭ জন নিখোঁজ ব্যক্তির সন্ধ্যানে ধ্বংসস্তূপের নিচে অভিযান চালায় উদ্ধারকর্মীরা।

তিনি আরও বলেন, বন্যার পানিতে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় তোভার, বাইলাদোরস, জিয়া এবং সান্তা ক্রুজ ডি মোরাসহ ক্ষতিগ্রস্ত এলাকার বেশ কয়েকটি শহর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটিক অ্যাকশনের নেতা গুয়েভারা আরও বলেন, ‘এ ঘটনা নিয়ে আদর্শিক বা রাজনীতি করার চেষ্টা না করি। আসুন সবাই মিলে সমস্যার সমাধান করি।’

সারাবাংলা/এনএস

টপ নিউজ বন্যায় ২০ জনের প্রাণহানি ভেনেজুয়েলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর