জাপানে মডার্নার ভ্যাকসিন প্রয়োগ স্থগিত
২৬ আগস্ট ২০২১ ১২:৫২ | আপডেট: ২৬ আগস্ট ২০২১ ১৭:০০
জাপানে অনাকাঙ্ক্ষিত বস্তুকণার সংস্পর্শে এসে দূষিত হয়েছে এমন শঙ্কা থেকে ১৬ লাখ ৩০ হাজার ডোজ মডার্নার করোনা ভ্যাকসিন প্রয়োগ স্থগিত ঘোষণা করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অন্ততঃ ৫০ হাজার ভায়ালে অনাকাঙ্ক্ষিত বস্তুকণার উপস্থিতি পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিবিসি জানিয়েছে, জাপানের বেসরকারি ওষুধ উৎপাদক প্রতিষ্ঠান তাকেদা ফার্মাসিটিক্যাল মডার্নার ভ্যাকসিন আমদানি এবং বিপণনের সঙ্গে জড়িত। তারা ইতোমধ্যেই তিন ব্যাচ মডার্না ভ্যাকসিন বাতিল ঘোষণা করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্পেন থেকে উৎপাদনের সময়ই ভ্যাকসিনগুলোর মধ্যে অনাকাঙ্ক্ষিত বস্তুকণা ঢুকে গেছে। তবে কী সেই বস্তুকণা এ ব্যাপারে বিস্তারিত না জানিয়ে তদন্ত শুরু হওয়ার খবর জানিয়েছে সরকারি সূত্র।
স্থানীয় সংবাদ মাধ্যম জাপান টাইমস জানিয়েছে, ইতোমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ত্রুটিপূর্ণ ভ্যাকসিনের ব্যাচ নম্বর প্রকাশ করা হয়েছে। যাতে করে ভ্যাকসিন গ্রহীতারা মিলিয়ে নিতে পারেন তারা ওই ভ্যাকসিন নিয়েছেন কি না।
এর আগে, অন্তত সাতটি ভ্যাকসিন সেন্টার থেকে ত্রুটিপূর্ণ ভ্যাকসিন মিলিছে এমন খবর পাওয়া গেছে।
এমন এক সময়ে জাপানে মডার্না ভ্যাকসিন প্রয়োগের ওপর স্থগিতাদেশ আসলো, যখন দেশটি করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় হিমশিম খাচ্ছে।
সারাবাংলা/একেএম