মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী নিহত
২৬ আগস্ট ২০২১ ১০:২৯
বগুড়া: কুকুরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চায়না বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা হার্ডপয়েন্ট (গ্রোয়েন) ইটপাড়া এলাকার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত চায়না বেগম উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছাগলধরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, স্ত্রী চায়না বেগমকে নিয়ে স্বামী জাহিদুল মোটরসাইকেলে চড়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথে হঠাৎ একটি কুকুর মোটরসাইকেলের সামনে চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চায়না বেগম গুরুতর আহত হন। আহত অবস্থায় চায়না বেগমকে উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এসএসএ