Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়াকে বিভক্ত করতে চাইছেন কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২১ ১৯:০২ | আপডেট: ২৬ আগস্ট ২০২১ ০০:৫২

চীনের রাষ্ট্রীয় মুখপত্র চায়না ডেইলি দাবি করছে, দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে এসে বেইজিংয়ের বিরুদ্ধে প্রতিহিংসামূলক মন্তব্য করে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন।

বুধবার (২৫ আগস্ট) চায়না ডেইলির এক সম্পাদকীয় প্রতিবেদনে এ দাবি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সুদৃঢ় করা এবং দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের মিত্রদের আশ্বস্ত করার লক্ষ্যে সাত দিনের সফরে বের হন।

মঙ্গলবার সিঙ্গাপুরে বেইজিংবিরোধী কড়া বক্তব্য দেওয়ার পর বুধবার ভিয়েতনামেও কমলা হ্যারিস একইরকম কথা বলেছেন।

এর প্রতিক্রিয়ায় বুধবার চায়না ডেইলির সম্পাদকীয়তে বলা হয়, চীনের দিকে আঙ্গুল তুলে এবং জোরজবরদস্তি-ভয়ভীতি দেখানোর অভিযোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র সচেতনভাবেই নিজেদের ভণ্ডামি লুকোতে চাইছে।

হ্যারিসের সিঙ্গাপুরে দেওয়া বক্তৃতাকে চীনের ওপর ভিত্তিহীন আক্রমণ অ্যাখ্যা দিয়ে সম্পাদকীয়তে আরও বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রের একমাত্র প্রতিশ্রুতি হচ্ছে তাদের সঙ্গে চীনের বিভেদ সৃষ্টিতে প্রচেষ্টা চালানো।

যুক্তরাষ্ট্রের প্রশাসন চীনের সঙ্গে তাদের দ্বন্দ্বকে শতাব্দীর বৃহত্তম ভূ-রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখার কারণে সাম্প্রতিক সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের আনাগোনা বেড়েছে।

গত মাসের শেষদিকে ভিয়েতনামের রাজধানী ঘুরে গেছেন জো বাইডেন প্রশাসনের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন; এক মাস পার হওয়ার আগেই সেখানে পা পড়ল যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্টেরও।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

কমলা হ্যারিস টপ নিউজ দক্ষিণ-পূর্ব এশিয়া ভিয়েতনাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর