করোনায় আরও ১১৪ মৃত্যু, শনাক্ত ৪৯৬৬ জন
২৫ আগস্ট ২০২১ ১৭:৫৩ | আপডেট: ২৫ আগস্ট ২০২১ ১৮:২০
ঢাকা: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৬২৭ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৬৬ জন করোনা রোগী। এ নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত হলেন মোট ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনার নমুনা পরীক্ষার জন্য দেশে মোট পরীক্ষাগারের সংখ্যা ছিল ৭৮৮ টি। এর মধ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে আরটি-পিসিআর ল্যাব ১৩৬টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৪টি, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৫৯৮টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৩ হাজার ৩৪৪টি। নতুন ও পুরনো নমুনা মিলিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয় ৩৩ হাজার ৬৪০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৫৪ হাজার ৬৫৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ লাখ ৮৭ হাজার ৭৭৫টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ৬৬ হাজার ৮৭৯টি।
নমুনা পরীক্ষার পর করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৬৬ জন। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের সংখ্যা ১৪ দশমিক ৭৬ জন। এ পর্যন্ত মোট শনাক্তের গড় ১৬ দশমিক ৮৮ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ০২। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।
২৪ ঘণ্টায় ১১৪ জন মৃতের মধ্যে পুরুষ ৬২ জন, মহিলা ৫২ জন। এ পর্যন্ত মোট পুরুষ রোগী মারা গেছেন ১৬ হাজার ৭০৮ জন, নারী রোগী মারা গেছেন ৮ হাজার ৯১৯ জন। অদ্যবধি পুরুষ রোগী মৃত্যুর হার ৬৫ দশমিক ২০ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৪ দশমিক ৮০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে মারা গেছেন দুইজন, ৩১ থেকে ৪০ বছর বয়সী মারা গেছেন পাঁচজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী মারা গেছেন ১১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী মারা গেছেন ২৬ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী মারা গেছেন ৪০ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী মারা গেছেন ২৫ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী মারা গেছেন তিনজন, ৯১ থেকে ১০০ বছর বয়সীদের মধ্যে মারা গেছেন দুইজন। এ পর্যন্ত মৃতদের মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী সবচেয়ে বেশি। যার হার ৩১ দশমিক ২০ শতাংশ। এর পরের অবস্থানে ৫১ থেকে ৬০ বছর বয়সী মারা গেছেন ২৩ দশমিক ৫৪ শতাংশ।
বিভাগওয়ারী ঢাকা বিভাগের মৃত্যুর সংখ্যা ৩৪ জন। চট্টগ্রামে ২৯ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ১৩ জন, বরিশালে চারজন, সিলেটে ৯ জন, রংপুরে ৬ জন, ময়মনসিংহে ৬ জন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৯২ জন, বেসরকারি হাসপাতালে ১৫ জন, বাসাবাড়িতে মারা গেছেন সাতজন।
গত ২৪ ঘণ্টায় কোয়ারেনটাইনে গেছেন ৩ হাজার ৮৪৭ জন, কোয়ারেনটাইন থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ২৭৩ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় আইসোলেশনে গেছেন ১ হাজার ৪৪৪ জন, আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৫২০ জন। গত ২৪ ঘণ্টায় স্থলবন্দর ও সমুদ্রবন্দর মিলিয়ে স্ক্রিনিংয়ের আওতায় এসেছেন ৪ হাজার ৬৭৩ জন।
সারাবাংলা/একে