Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা আমান-সালামসহ ৭০ নেতাকর্মীর আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২১ ১৬:১৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২১ ১৭:২৫

ঢাকা: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ বিএনপি ৭০ নেতাকর্মীকে এক মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে তাদের ঢাকার জেলা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

জামিন পাওয়াদের মধ্যে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ফুটবলার আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপি নেতা তাবিথ আউয়ালও রয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ আগস্ট) বিচারপতি হাবিবুল গণি ও মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিএনপি নেতা-কর্মীদের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, আব্দুল জব্বার ভূইয়া, মাহবুব উদ্দিন খোকন, গাজী কামরুল ইসলাম সজল, রোকনুজ্জামান সুজা ও মাসুদ রানা।

আদেশের বিষয়টি সাারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল বলেন, ‘রাজধানীর চন্দ্রিমা উদ্যানের ঘটনায় বিএনপির ৭০ নেতাকর্মীকে এক মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে আসামিদের ঢাকার জেলা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন আদালত।’

এর আগে, ১৬ আগস্ট রাতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়। পুলিশের দায়ের করা এই মামলায় বিএনপির ১৫৫ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলা হয়। মামলায় পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা করে আহত করা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন

গত ১৬ আগস্ট বেলা ১১টায় চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল ঢাকা মহানগর বিএনপির দুই নতুন কমিটির। তার আগেই সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এতে পুলিশের ১৪ জন সদস্যসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের অন্তত অর্ধশত নেতা-কর্মী আহত হন।

আরও পড়ুন
চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩ মামলা
চন্দ্রিমা উদ্যানে পুলিশের গুলিতে বিএনপির ২ নেতা আহত

সারাবাংলা/কেআইএফ/একে

আগাম জামিন চন্দ্রিমা উদ্যান টপ নিউজ বিএনপি সংঘর্ষ হাইকোর্ট

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর