Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২১ ১১:১৭

কুষ্টিয়া: জেলায় করোনা সংক্রমণের পরিমাণ কমলেও কমছে না মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনায় শনাক্ত ও একজনের শরীরের ছিলো করোনার উপসর্গ।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে আজ বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭১৩ জনের।

বিজ্ঞাপন

এছাড়াও ২৭০ জনের নমুনা পরীক্ষা করে আরও নতুন ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া সদরে ১৮ জন, সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় একজন, কুমারখালীতে পাঁচ জন, খোকসায় একজন, মিরপুরে ৯ জন ও ভেড়ামারায় ৮ জন আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে ১৫.৫৬ শতাংশ হয়েছে। এই সময়ে আরও ১১৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, রোগী কমে এসেছে হাসপাতালে। করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে নির্ধারিত ২শ বেডের অনুকূলে বর্তমানে ভর্তি আছে ১২৪ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৯১ জন। ৩৩ জনের উপসর্গ আছে। অধিকাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, এক সপ্তাহে কুষ্টিয়ায় করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১৭ হাজার ৩৯৮ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৬৭ জন।

সারাবাংলা/এসএসএ

করোনা কুষ্টিয়া

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর