কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
২৫ আগস্ট ২০২১ ১০:৪১ | আপডেট: ২৫ আগস্ট ২০২১ ১৩:৩৩
ঢাকা: কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সরোয়ার কামাল লিটন (৫৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. ফয়সাল জানান, মৃত সারোয়ার ময়মনসিংহ জেলার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাবার নাম ফজলুল করিম। তার কয়েদী নম্বর ১১৪৮/এ।
ফয়সাল আরও জানান, ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছিল। গতকাল সকালে তাকে ঢাকা মেডিকেলে ডাক্তার দেখিয়ে আবার কারাগারে নিয়ে আসা হয়। গত রাতে সে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে। পরে দ্রুত তাকে কারাগারের মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসএসএ