ভিয়েতনামের পথে দেরি কমলা হ্যারিসের
২৪ আগস্ট ২০২১ ২২:৪৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২১ ১১:০১
ভিয়েতনামের মার্কিন দূতাবাসে কর্মরতদের মধ্যে রহস্যময় অসুস্থতার (হাভানা সিনড্রোম) ব্যাপারে রিপোর্ট পাওয়ার পর সিঙ্গাপুর থেকে হ্যানয়ের ফ্লাইট তিন ঘণ্টার জন্য পিছিয়েছিলেন দক্ষিন-পূর্ব এশিয়া সফররত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিস।
মঙ্গলবার (২৪ আগস্ট) সিঙ্গাপুর স্থানীয় সময় বিকেলে মার্কিন ভাইস প্রেসিডেন্টের দফতর থেকে হ্যানয় দূতাবাসের কর্মীদের মধ্যে রহস্যময় অসুস্থতা ছড়িয়ে পড়ার ব্যাপারে জানানো হয়।
এ ব্যাপারে হ্যানয় মার্কিন দূতাবাসের মুখপাত্র র্যাচেল চেন সিএনএনকে জানিয়েছেন, পরবর্তীতে ভালোভাবে খোঁজ খবর নিয়ে পুনরায় ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ভাইস প্রেসিডেন্ট।
সিএনএন জানায়, নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পরে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিঙ্গাপুরের পায়া লেবার এয়ারবেজ থেকে হ্যানয়ের পথে রওনা হন কমলা হ্যারিস।
সারাবাংলা/একেএম