Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিআরবি ধ্বংস হলে চট্টগ্রামের মন্ত্রী-এমপিরা দায় এড়াতে পারবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২১ ২১:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামবাসীর প্রতিবাদ উপেক্ষা করে হাসপাতাল নির্মাণ করে সিআরবির প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করা হলে এর দায় চট্টগ্রামের মন্ত্রী-এমপিদের বহন করতে হবে বলে মন্তব্য করেছেন নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে সিআরবির সাত রাস্তার মোড়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার নগর শাখা আয়োজিত এক সমাবেশে শাহাদাত এ মন্তব্য করেন।

সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়ার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত বলেন, ‘সিআরবি চট্টগ্রামের ‍ফুসফুস হিসেবে পরিচিত। এখানে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে দুই মাস ধরে চট্টগ্রামের মানুষ আন্দোলন করে আসছে। অথচ চট্টগ্রামের সরকার দলীয় এমপি, মন্ত্রীরা নীরব আছেন। তাদের ভূমিকা স্পষ্ট হয়নি, বরং প্রশ্নবিদ্ধ। তাদের নীরব থাকা প্রমাণ করে, মন্ত্রী-এমপিরা হাসপাতালের পক্ষে অবস্থান নিয়েছেন।’

‘মন্ত্রী-এমপি কিংবা যারাই সিআরবিতে হাসপাতাল নির্মাণের পক্ষে অবস্থান নেবেন, তারা চট্টগ্রাম ও প্রকৃতির শত্রু হিসেবে চিহ্নিত হবেন। প্রতিবাদ-আন্দোলন উপেক্ষা করে যদি হাসপাতাল নির্মাণ করা হয়, তাহলে এর দায় মন্ত্রী-এমপিরা এড়াতে পারবেন না। কঠোর আন্দোলনের মধ্য দিয়ে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিলে সরকারকে বাধ্য করতে হবে। এজন্য সর্বস্তরের জনগণকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই।’

শাহাদাত হোসেন আরও বলেন, ‘সরকার চট্টগ্রামের আউটার স্টেডিয়াম, বিপ্লব উদ্যান, পাঁচলাইশ জাতিসংঘ পার্ক উন্নয়নের নামে শেষ করে দিয়েছে। এবার এলিভেটেট এক্সপ্রেসওয়ের নামে টাইগারপাসের সৌন্দর্য এবং হাসপাতালের নাম দিয়ে সিআরবি ধ্বংস করার পাঁয়তারা করছে।’

বিজ্ঞাপন

নগর জাসাসের সভাপতি আব্দুল মান্নান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম, ইদ্রিস আলী, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এম এ মুসা বাবলু, সহ গবেষণা সম্পাদক নাজমা সাঈদ, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

সারাবাংলা/আরডি

সিআরবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর