Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালেবান নেতার সঙ্গে গোপন বৈঠক করেছেন সিআইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২১ ২০:২১ | আপডেট: ২৪ আগস্ট ২০২১ ২০:৩৯

আফগানিস্তানের উগ্রবাদী গোষ্ঠী তালেবানের শীর্ষ নেতার সঙ্গে সরাসরি এক গোপন বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক উইলিয়াম জে. বার্নস। সোমবার (২৩ আগস্ট) কাবুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের নামপ্রকাশে অনিচ্ছুক অন্তত দুই কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট ও অ্যাসোসিয়েটেড প্রেস।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করার পরপরই দেশটিতে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্র। আগামী ৩১ আগস্ট উদ্ধার অভিযান শেষ করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, প্রয়োজনে ৩১ আগস্টের সময়সীমা আরও বাড়ানো হতে পারে। অপরদিকে তালেবান সময়সীমা বাড়াতে রাজি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে।

এমন পরিস্থিতিতে কাবুলে তালেবানের সহ প্রতিষ্ঠাতা এবং উপনেতা আব্দুল গনি বারাদারের সঙ্গে বৈঠক করেছেন সিআইএ প্রধান উইলিয়াম জে. বার্নস। মার্কিন সরকারের এক কর্মকর্তা সিএনএন’কে জানিয়েছেন, বৈঠকটি প্রেসিডেন্ট জো বাইডেনের সরাসরি নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে।

অপর এক কর্মকর্তা সিএনএন’কে জানিয়েছেন, এ বৈঠকের মাধ্যমে দুই পক্ষ আগামী ৩১ আগস্টের আগে উদ্ধার তৎপরতা শেষ করতে কী কী করতে হবে তার রূপরেখা নিয়ে আলোচনা করেছেন।

সারাবাংলা/আইই

আফগানিস্তান টপ নিউজ তালেবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর