Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার সমস্ত প্রতিষ্ঠান গুড়িয়ে ফেলছে: মান্না

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২১ ১৯:৩০

ফাইল ছবি

ঢাকা: প্রশাসনের অভ্যন্তরীণ দুর্নীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘এই সরকার দিনকে দিন দেশের সমস্ত প্রতিষ্ঠান গুড়িয়ে ফেলছে। এমনকি জাতির মেরুদণ্ড যে শিক্ষা—সেটাকেও ধ্বংস করে ফেলছে। অবিলম্বে এর বিরুদ্ধে সোচ্চার হবার জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি’।

মঙ্গলবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন। বিবৃতিতে তিনি বলেন, ‘বরিশালের সাম্প্রতিক ঘটনাবলীতে সরকার এবং প্রশাসন ও প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কদর্য প্রকাশ হয়ে পড়েছে’।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জোর করে ক্ষমতায় থাকার জন্য যারা দিনের ভোট রাতে করিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে নির্লজ্জভাবে ব্যবহার করে, তাদের পক্ষে যে প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয় সেটা আজ দিনের আলোর মতো স্পষ্ট’।

সারাবাংলা/এএইচএইচ/আইই

মাহমুদুর রহমান মান্না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর