Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্ধিরগঞ্জে কভার্ডভ্যান চাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২১ ১৮:২৮

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলায় কভার্ডভ্যানের চাপায় খাদিজা বেগম নামে এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্বামী সেলিম মিয়া। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই নুরুল হোসেন বলেন, মহাসড়কের পাশে স্বামী-স্ত্রী দুইজন দাঁড়িয়ে ছিলেন। এসময় ঢাকামুখী একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুই জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খাদিজা বেগম মারা যান। স্থানীয়রা তার স্বামীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কভার্ডভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসএসএ

কভার্ডভ্যান চাপা পথচারী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর